তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২৩ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক হাবিবুল্লাহর মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জগদীশ চাকমা কাপ্তাই উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিস কুমার আচার্য নারী আর চর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপসী চাকমা সহ অন্যান্য উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার উপস্থিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ১০ থেকে ৯ম গ্রেড উন্নতি করার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় বিগত ৩০ বছরের অধিক সময় ধরে প্রাথমিক বিদ্যালয় এর প্রধান ও সহকারী শিক্ষকের গ্রেড উন্নতিকরণ করা হলেও সম পর্যায়ের গ্রেডে উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গ্রেট পরিবর্তিত রয়ে গেছে কাজের পরিধি বাড়ানোর পরও তাদের সুযোগ সুবিধা বাড়ানো হয়নি
মান-সম্মত শিক্ষা-নীতি করুন মা পর্যায়ে কাজের গতিশীলতা বৃদ্ধি প্রাথমিক শিক্ষা প্রশাসনে চেইন অফ কমান্ড বজায় রাখতে ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নতি করার দাবি জানানো হয় স্মারক লিপিতে।
Leave a Reply