সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম কোমায়, দায়িত্ব নিচ্ছেন তার বোন: দ. কোরীয় কূটনীতিক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ১৮৩ সময় দেখুন

উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার সাবেক এক কূটনীতিক সম্প্রতি এ দাবি করেছেন। চ্যাং সং-মিন নামের ওই কূটনীতিকের দাবি, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উং এখন কোমায় রয়েছেন। আর এমন অবস্থায় ক্ষমতায় বসতে যাচ্ছেন তার বোন।

চ্যাং সং-মিন দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি কিম দায়ি জুংয়ের সহযোগী ছিলেন। তিনিই সম্প্রতি দাবি করেন, কিম জং উন কোমায় থাকলেও এখনো মারা যাননি। তবে এরইমধ্যে রাষ্ট্র পরিচালনায় তার বোন কিম ইয়ো জংকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগেও খবর রটেছিল, ক্ষমতা ভাগ করে দিচ্ছেন কিম জং উন।

আর তা পাচ্ছেন কিমের বোনসহ তার বিশ্বস্থ কর্মকর্তারা। কিম পরবর্তী সময়ে তার বোনকে রাষ্ট্রের দায়িত্ব বুঝে নেয়ার জন্যও তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা।

এর আগেও বেশ কয়েকবার কিম জং উনের মৃত্যুর ও ভয়াবহ অসুস্থতার কথা পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। তবে প্রতিবারই তাকে কিছুদিন পরই সুস্থ্য অবস্থায় রাষ্ট্র পরিচালনা করতে দেখা যায়। প্রায়ই গণমাধ্যম ও মানুষের থেকে দূরে থাকার অতীত রয়েছে কিমের। প্রতিবারই তার শারীরিক অবস্থা নিয়ে গল্প রটে বিভিন্ন গণমাধ্যমে। তাই দক্ষিণ কোরিয়ার কূটনীতিকের এই দাবি সত্যি কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত এপ্রিলেও তিন সপ্তাহ কিমকে জনসম্মুখে দেখা যায়নি। তখন প্রচারিত হয়েছিল যে, তার হার্ট সার্জারি হয়েছে। তবে তার কদিন বাদেই তাকে সুস্থ্য অবস্থায় প্রকাশ্যে বক্তব্য প্রদান করতে দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর