রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

ইরান শতাধিক হেলিকপ্টার নিয়ে বিরাট সামরিক মহড়া করলো

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলে এ মহড়া চালিয়েছে ইরানের সেনাবাহিনী। এতে অংশ নিয়েছে শতাধিক হেলিকপ্টার। সোমবার (২৭ জানুয়ারি) বার্তাসংস্থা তাসনিমের বরাতে চিনহুয়া এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় প্রথম পর্যায়ে ২০৫, ২০৬, ২০৯ এবং ২১৪ মডেলের একাধিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব হেলিকপ্টার অকেজো অবস্থায় পড়ে ছিল। তবে আধুনিকায়নের মাধ্যমে এগুলোকে পুনরায় চালু করা হয়েছে।

 

বিশাল এ মহড়ায় ৩৫তম বিশেষ ব্রিগেড, ৫৫তম এয়ারবোর্ন ব্রিগেড, ১৮১তম সাঁজোয়া ব্রিগেড, সেনাবাহিনীর এভিয়েশন ইউনিট, ইলেকট্রনিক যুদ্ধ ব্যাটালিয়ন এবং ড্রোনসহ বিভিন্ন ইউনিট অংশ নিয়েছে। কাসর-ই শিরিন কাউন্টির নাফত শাহর অঞ্চলে এ মহড়া চালানো হয়েছে।

 

তাসনিম জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য হলো ইরানের শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতি যে কোনো বিদেশি হুমকি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি উন্নত করা।

 

এক বিজ্ঞপ্তিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার কিওমারস হেইদারি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কমান্ডার উপস্থিত ছিলেন। এই মহড়ায় বাহিনীর বিমান বহরের অধীনে বেশ কয়েকটি হেলিকপ্টারের সংস্কার করা হয়েছে। এরপর সেগুলোকে কেরমানশাহের একটি ঘাঁটিতে সরবরাহ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর