রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান ভয়াবহ হামলা : নিহত ২৩

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৬ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। লোহিত সাগরে জাহাজে হামলার প্রতিক্রিয়ায় শক্তিশালী এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলাটি শনিবার রাতে রাজধানী সানা ও উত্তরের সাদা প্রদেশে ঘটেছে।

 

স্থানীয়রা জানান, সানা বিমানবন্দরের সামরিক স্থাপনাগুলোতে বিস্ফোরণের ফলে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

 

ট্রাম্প বলেন, ইরান-সমর্থিত হুতি সন্ত্রাসীরা আমাদের বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং আমাদের সেনা ও মিত্রদের ওপর হামলা চালিয়েছে। তাদের সহিংসতা ও সন্ত্রাসবাদের কারণে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে।

 

হুতিরা জানায়, তারা এই হামলার প্রতিক্রিয়া জানাবে এবং তাদের আক্রমণ অব্যাহত থাকবে। তাদের দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে হামলা চালাচ্ছে।

 

হুতিরা ২০২৩ সাল থেকে লোহিত সাগরে ১৯০টিরও বেশি হামলা চালিয়েছে। এ কারণে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

 

সূত্র : আলজাজিরা, বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর