রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

ইতিহাস গড়ছে দেবের খাদান, চার দিনে আয় ৪.৩০ কোটি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ২৫ ডিসেম্বের২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): গত শুক্রবার পশ্চিবঙ্গে একসঙ্গে মুক্তি পেয়েছ ভিন্ন স্বাদের ৪টি বাংলা ছবি। এই চারটি ছবির মধ্যে বক্স অফিসের লড়াইয়ে এগিয়ে রয়েছে দেব-ইধিকা-বরখা-যিশু অভিনীত খাদান।

মুক্তির পরই বক্স অফিসে খাদান ঝড় তোলে। রায়গঞ্জে তো রাত দুইটার সময়ও শো ছিল হাউজফুল। অনেক দিন পর পুরোনো ছন্দে ফিরেই ইন্ডাস্ট্রির ‘রাজার রাজা’ হয়ে উঠেছেন দেব। চারদিনে ৪.৩০ কোটি আয় করেছে খাদান ছবি।

সিনেমার প্রচারেও ছিল অভিনবত্ব। বাসে করে বেঙ্গল ট্যুর করেছেন খাদানের কলাকুশলীরা। শহরের বিভিন্নপ্রান্তে ঘুরে ছবির প্রচার সেরেছে টিম খাদান।

বেঙ্গল ট্যুরে বহু ভক্তদের সেলফি তোলার আবদার মিটিয়েছেন দেব। খুদে ভক্তদের বুকে আগলেও নিয়েছেন অভিনেতা। তার এই ব্যবহার বারবার দিল জিতে নেয় অনুরাগীদের। খাদানের প্রচারেও ধরা পড়েছে সেই একই চিত্র।

ছবিটি মুক্তির একদিন আগে অগ্রিম টিকিট বুকিংয়ের অপশন বন্ধ! তা দেখে তো দেব ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে দক্ষিণ কলকাতার একটি হলে অগ্রিম বুকিংয়ের অপশন খুলে দেওয়ার ব্যবস্থা করেন দেব।

মুহূর্তে টিকিট বিক্রির গ্রাফ ছিল চোখে পড়ার মতো। বাকিটা তো ইতিহাস। দেবের সাফল্যে নাম না করে তাকে খোঁচা মেরেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সন্তান, চালচিত্র, ৫নং স্বপ্নময় লেনের বক্স অফিস কালেকশন খাদানের কাছে সত্যিই ফিকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর