রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

ইতালিতে করোনার পর আরেক নয়া বিপদে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ১১৪ সময় দেখুন

করোনা মহামারীর সঙ্গে যুদ্ধ চলছে পুরো বিশ্বের৷ আর ইতালি অন্যান্য দেশের চেয়ে কিছুটা  বরং আগে থেকেই লড়ছে এ যুদ্ধে৷   সেখানে মৃতের সংখ্যা ইতোমধ্যে ২৫,০০০ ছাড়িয়েছে৷ চলছে প্রায় একমাস ধরে লকডাউন।  সংক্রমণের হার আগের থেকে প্রায় ৪৫ শতাংশ হ্রাস পেলেও দুশ্চিন্তা এবার ভিন্নদিকে৷ কেউ অনুমানই করতে পারেনি বিষয়টি নিয়ে৷

যেন নতুন একটি বিপদ হাজির হয়েছে সবার অগোচরে৷  যার নাম ‘মন খারাপ’ বিপদ৷  বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চোখের সামনে একের পর এক লাশের মিছিল দেখতে হচ্ছে ইতালিবাসীকে৷ তারউপর দীর্ঘ লকডাউন৷ এতে স্বভাবতই  ইতালির বাসিন্দাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে সবদিক দিয়ে৷  আর এই জোড়া নেতিবাচক ঘটনা তাঁদের মনে প্রবল বিরূপ প্রভাব ফেলেছে।

বাড়ছে নানান মানসিক অসুস্থতা। এখনই বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব দিয়ে দেখা না হলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

ইতালিতে মানসিক স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস। তাদের পরিচালিত একটি কেন্দ্রের মনোবিদরা বিবিসি’কে যে তথ্য জানিয়েছেন তা থেকেই আসন্ন এই নয়া বিপদের আভাস পাচ্ছেন অনেকেই। মনোবিদরা জানিয়েছেন, মানসিক বিপর্যয়ের সম্মুখীন অসংখ্য মানুষ তাঁদের ফোন করে নিজের সমস্যা জানাচ্ছেন নিয়মিত। তাদের মধ্যে অনেকের কথাবার্তায় ধরা পড়ছে অস্বাভাবিকতা।  এবং এটি বেড়েই চলেছে৷

দিনের পর দিন ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকাটা অনেকের কাছে জেলখানায় বন্দি থাকার মতোই কষ্টদায়ক হয়ে উঠেছে। এদের মধ্যে কেউ একাকীত্ব, অবসাদে ভুগছেন। অনেক ব্যক্তিকে আবার গ্রাস করেছে করোনা আতঙ্ক।

এমনকী অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন রেডক্রসের মনোবিদরা।

তবে ইতালির মানসিক স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট দুর্বল। আর করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে এই বিষয়টি প্রথমে কিছুটা উপেক্ষা করা হয়েছে। সম্প্রতি সরকারি তরফে সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে পদক্ষেপ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ রয়েছে । তবে সামনে বড় বিপদ। তাই সেই সমস্ত গাফিলতি শুধরে যত দ্রুত সম্ভব পদক্ষেপ না করলে জনস্বাস্থ্যের প্রেক্ষিতে বড় কোনও ক্ষতি হয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আগাম সতর্ক করে দিয়েছেন৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর