টঙ্গী-পুবাইল (গাজীপুর), ৩১ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন শুক্রবার (৩১ জানুয়ারি) টঙ্গী তুরাগ নদীর তীরে ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজের বৃহত্তম জামাত। ইজতেমায় আসা মুসল্লি ছাড়াও ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মানুষ ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশ নেন। আজ শুক্রবার দুপুর পৌনে দুইটায় খুতবা শেষে ১টা ৫১ মিনিটে নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জোবায়ের।
এদিন ভোর থেকেই ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান জনসমুদ্রে পরিণত হয়। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য।
মাঠে জায়গা না পেয়ে অনেক মুসল্লি মহাসড়ক ও বাড়ির ছাদে, শিল্পপ্রতিষ্ঠানের ছাদে, অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হন।
এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। কালীগঞ্জ থেকে আসা মুসল্লি আমীর হোসেন জানান, বড় জামাতে নামাজ আদায় করা অনেক ফজিলত।
নিরাপত্তা ব্যবস্থা
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান জানান, জুমার নামাজ আদায় করতে আশপাশের জেলার অনেক মুসল্লি এখানে আসেন। জুমার নামাজ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়েছে। যানজটমুক্তভাবে চলাচলের জন্য পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ রাখা হয়েছে।
ইজতেমা শেষে যাওয়ার সময় একই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে জানিয়ে কমিশনার বলেন, ‘আমরা নাগরিকদের কাছে আশা করব তারা যেন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখেন। রাস্তায় যে ট্রাফিক পুলিশ কাজ করবেন তাদের সহযোগিতা করবে ঢাকা মেট্টোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন।
৫৮তম বিশ্ব ইজতেমায় অংশ নিতে ৭২টি দেশ থেকে ২ হাজার ১৫০ জন মুসল্লি ইতিমধ্যে ময়দানে এসেছেন। শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।
মিডিয়া সমন্বয়ক জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদেশি ২ হাজার ১৫০জন ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অবস্থান নিয়েছেন। এরপর বিদেশি মুসল্লিরা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান নেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ইজতেমার প্রথম পর্ব শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের প্রথম ধাপ ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হবে ৩ ফেব্রুয়ারি, শেষ হবে ৫ ফেব্রুয়ারি।
এরপর তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি ভারতের মাওলানা সাদ অনুসারীদের তত্ত্ববধানে আগামী ১৪ ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
Leave a Reply