মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া, ২৭ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিদ্যুতের ভেলকি বাজিতে অতিষ্ঠ আশুলিয়া বেরণ জামগড়া মানিকগঞ্জ পাড়ার এলাকাবাসী। আকাশে মেঘ জমলেই চলে যায় বিদ্যুৎ। যতক্ষণ মেঘ-বৃষ্টি থাকে, ততক্ষণ বিদ্যুতের দেখা মেলে না। এর বাইরেও ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ বিপর্যয়ে অতিষ্ঠি হয়ে পরেছে বেরণ জামগড়া মানিকগঞ্জ পাড়া এলাকা বাসী। বিভিন্ন এলাকায় ঘন ঘন লোড শেডিংয়ের কারণে সাধারন গ্রাহক ও পোশাক কর্মীরাও চরম দুর্ভোগে পড়েছেন।
বিভিন্ন কারখানার পোশাক শ্রমিক বলেন, কয়েকদিন ধরে বিদ্যুৎ আসে যায়। বিদ্যুৎ না থাকলে সেদিন খাওয়া, গোসল ছাড়াই অফিসে যেতে হয়। আবার দুপুরে এসে বাসায় বিদ্যুৎ না পেলে, দুপুরের খাবার না খেয়েও গোসল না করেও অফিসের দিকে যেতে হয়।
বিভিন্ন কারখানার পোশাক শ্রমিক বলেন বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর কবলে পড়েছে আশুলিয়া বেরন জামগড়া মানিকগঞ্জ পাড়ার এলাকা বাসী। শিল্পাঞ্চলের লাখো পোশাক শ্রমিকরা খেয়ে না খেয়ে সঠিক সময়েই অফিসে উপস্থিত হতে হচ্ছে তাদের। ঘন-ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।
গত ৪/৫দিন ধরে আশুলিয়া বেরণ জামগড়া মানিকগঞ্জ পাড়া এলাকা বাসী,এবং সব এলাকায় ঘন-ঘন লোডশেডিং হচ্ছে। এ কারণে শ্রমিকদের সঙ্গে বিপাকে রয়েছে ছোট কিছু পোশাক কারখানা মালিকও। কারখানার পোশাক শ্রমিক
গত কিছু দিন যাবৎ সকালে ঘুম থেকে উঠে দেখি (বিদ্যুৎ) নেই। (বিদ্যুৎ) না থাকলে আমরা অচল। যেমন পানি থাকে না, রান্না করা যায় না, অপেক্ষা করে চলে যেতে হয় কর্মস্থলে। আবার দুপুরে বাসায় এসেছে দেখি একই অবস্থা,সারাদিন না খেয়ে গোসল না করেই যেতে হয় কর্মস্থলে, এটা শুধু আজকের ঘটনা না। গত ৪/৫ দিন যাবৎ থেকে এমন হচ্ছে। সকাল একটু বিদ্যুৎ দিলেও তো আমরা কিছু রান্না করে খেয়ে যেতে পারি কর্মস্থলে।
Leave a Reply