মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া, ২৩ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট):
ঢাকার জেলা আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। স্মার্ট পরিবহন ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির নিচে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় আহত হন ৭ জন যাত্রী।
আজ বুধবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সামনে স্মার্ট পরিবহনের একটি বাস, একই পরিবহনের অন্য একটি বাসকে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে খুঁটির উপর থাকা তিনটি ট্রান্সমিটার ভেঙে বাসের উপর পড়ে যায়, বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
এই দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন যাত্রী আহত হন। আহতদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, অতিরিক্ত গতির কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত করে দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানায়, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply