শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় সংবাদ সংগ্রহে বাধা ও হেনস্তার শিকার সাংবাদিক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৯ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৪ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার আশুলিয়ায় বেরণ মানিকগন্জপাড়ায় একজন বিকাশ দোকানদারের কাছে প্রতারনা ও জব্দ ঝুটের খবর দেওয়ার পর সংবাদ সংগ্রহের সময় দৈনিক দেশবার্তার পএিকার স্টাফ রিপোর্টার  মোঃ বাবুল হোসেনকে নাজেহাল করার খবর পাওয়া গেছে।

 

বাড়ি ওয়ালাকে তার ভাড়াটিয়ার বিষয়ে জিজ্ঞাসা কলে বাড়িওয়ালা সাংবাদিকে হেনস্তা, গালিগালাছ এবং প্রাণনাশের হুমকি দেন।

 

সাংবাদিকে হুমকির বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

সংবাদকর্মী মোঃ বাবুল হোসেন জানান, সংবাদ সংগ্রহ করা একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব। বিকাশ প্রতারকের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বাড়িওয়ালা  শাহাজান ব্যাপারী ওরফে দালাল শাহজাহান আমাকে সে প্রাণনাস্ক হুমকি দিয়েছে,  সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেছে এবং একপর্যায়ে হেনস্তা করেছে।

 

তিনি আরও জানান, এ ঘটনা গণমাধ্যমকর্মীদের জন্য একপ্রকার হুমকি স্বরূপ। আশুলিয়ায় গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করার বিষয়টি জানাজানি হলে গোটা সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন ও আশুলিয়ায় দায়িত্বরতঃ সাংবাদিকগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর