সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:১১ অপরাহ্ন

আশুলিয়ায় তিতাস গ্যাসের প্রায় তিন কিলোমিটার ৬ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৩ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৪ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার আশুলিয়ার গুমাইল এলাকায় তিতাস গ্যাসের প্রায় ৬ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫ইং) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ঢাকারন আশুলিয়ার গুমাইল এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

ঢাকার আশুলিয়া তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন এর নেতৃত্বে এ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

এসময় ৩ কিলোমিটারজুড়ে প্রায় ৬ শতাধিক বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ রাইজার ও চুলা জব্দ করা হয়। এই কাজে তিতাসের প্রায় ৮৫ জন শ্রমিক অংশগ্রহণ করেন।

 

এলাকার ভুক্তভোগীরা জানায়, প্রায় এক বছর আগে আশুলিয়ার গুমাইল পূর্ব পাড়াসহ পুরো এলাকায় মোটা অংকের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালী দালাল চক্র।

 

তিতাস গ্যাসের আশুলিয়া জোনের প্রকৌশলী: আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন বলেন, আশুলিয়ার গুমাইল এলাকায় তিন কিলোমিটার ৬শতাধিক বাসা বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হবে। তিনি আরো বলেন, নিয়মিত আমাদের অভিযান চলবে। অবৈধভাবে যারা সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে এবং তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

 

উক্ত অভিযানে সার্বিক নিরাপত্তায় ছিলেন ঢাকা জেলা আশুলিয়া থানার (এসআই) মোঃ জসিম উদদীন, ঢাকা জেলা পুলিশের (এসআই) আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর