মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার পলাতক আসামী ফারুক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১ সময় দেখুন

মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া, ২৯ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলি ছুড়ে মনুষ হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ মার্চ) দুপুরে  পোশাক শ্রমিক রিয়াজুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত ফারুক রাজধানী ঢাকার দারুস-সালাম থানার গাবতলী গৈদারটেক মহল্লার সাত্তার মিয়ার ছেলে। সে রাজধানীর মিরপুর দারুস সালাম থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ১০ নং ওয়ার্ড (মিরপুর দারুসালাম) কাউন্সিলর আবু তাহের সহযোগী। এছাড়া সে ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য মাঈনুল হোসেন খান নিখিলের অনুসারী।

 

তার অত্যাচারে মিরপুর দারুসসালাম বাসী অতিষ্ঠ। সে এলাকায় বাড়িঘর, দোকানপাট, পরিবহন, হাউজিংসহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, জমিদখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের মূলহোতা হিসেবে কাজ করতো।

 

অন্যদিকে নিহত রিয়াজুল ইসলাম (৩৮) আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের এস. সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডিজাইনার হিসেবে কাজ করতো। সে ওই এলাকার হাতেম আলী হাওলাদারের ছেলে।

 

পুলিশ জানায়, গত জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তারকৃত ফারুক আওয়ামী লীগের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে ছাত্র-জনতার আন্দোলনে বাঁধা প্রদানসহ তাদের উপর গুলিবর্ষন করে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগষ্ট আশুলিয়া থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষন করে পোশাক শ্রমিক রিয়াজুল ইসলামকে গুলি করলে গুরুতর আহত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর