শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

আশুলিয়ায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ৩০ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার আশুলিয়ায় নির্মমভাবে দুই জনকে কুপিয়ে আহত করার ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক এলাকার দাদা মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

 

এসময় এলাকাবাসী ও ভাড়াটিয়ারা যাতে করে শান্তিতে বসবাস করতে পারেন এবং কুপিয়ে দুইজনকে আহতের ঘটনায় দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করেন।

 

তারা অভিযোগ করে বলেন ২৬ শে জানুয়ারি প্রকাশ্যে পূর্ব শত্রুতার জের ধরে দাদা মার্কেট এলাকায় জনসম্মুখে হালিম ভুইয়া ও এনায়েত শেখ নামের দুইজনকে কুপিয়ে মারাত্মক জখম করেন আজাহার গং নামের একটি সন্ত্রাসী দল। এছাড়া এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই, নির্যাতন ও মারামারি ক্রমেই বেড়ে চলছে এবং আইন শৃংখলা পরিস্থিতি অবনতি হয়েছে বলে তারা এলাকায় শান্তির শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসন সহ সবার সহযোগিতা কামনা করেন।

 

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, আশুলিয়াবাসী যাতে শান্তিতে বসবাস করেতে পারেন,

 

আমরা আগেও সর্বাত্মক চেষ্টা চালিয়েছি এবং সামনের দিনগুলোতে তারা যেন শান্তিতে বসবাস করতে পারেন এজন্য আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

ফকিরবাড়ি মসজিদের সভাপতি বেল্লাল হোসেন ফকির এর নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন, আনোয়ার মির একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: আনোয়ার মীর, আব্দুস সালাম ভূইয়া ও মফিজুল ইসলাম ফকির সহ কয়েক’শো এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর