মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

আর্জেন্টিনার কাছে হারের পর ছাঁটাই হলেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ৩০ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। কানাঘুষা শুরু হয়েছিল আর্জেন্টিনা ম্যাচের পর থেকেই। ৪-১ গোলে হার। তা-ও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। তখন থেকেই সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়রকে বাদ দেওয়ার গুঞ্জন ওঠে। অবশেষে তা সত্যি হলো।

 

আর্জেন্টিনার বিপক্ষে লজ্জার হারের পর ছাঁটাই হলেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। তার স্থলাভিষিক্ত হিসেবে সেলেসাওদের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তবে তাকে না পেলে জর্জে জেসুসের দিকে হাত বাড়াতে পারে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

দায়িত্ব নেয়ার পর থেকে খুব একটা সুবিধা করতে পারছিলেন না দরিভাল জুনিয়র। ঘুরে দাঁড়ানোর পরিবর্তে তার অধীনে ব্রাজিল আরও ব্যাকফুটে চলে যাচ্ছিল। ঘরের মাঠে বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের পর, তার অধীনে আর্জেন্টিনার বিপক্ষে বড় হারের লজ্জায় পড়ে সেলেসাওরা।

 

গত ২৬ শে মার্চ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৪-১ গোলে হারে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল থেকে আর্জেন্টিনা পরবর্তী বিশ্বকাপ নিশ্চিত করলেও এখনো ঝুঁকিতে রয়েছে ব্রাজিল। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের তরী বাইতে দরিভাল যে আদর্শ মাঝি নন, সেটা বোঝা হয়ে গেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। তাই সময় থাকতে তাকেই ছাঁটাই করে দিয়েছে ব্রাজিল ফুটবলের অভিভাবক সংস্থাটি।

 

তাতে ব্রাজিলের সঙ্গে ১৬ ম্যাচেই শেষ হলো দরিভালের যাত্রা। যেখানে ৭ জয় ও ৭ ড্রয়ের সঙ্গে আছে ২টি হার।

 

সিবিএফের প্রধান কার্যালয় রিও দে জেনেইরোতে এক সভার পর দরিভালকে বরখাস্ত করেন সংস্থাটির প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ। দরিভালের সঙ্গে তিনি ছাঁটাই করেন সহকারী কোচ লুকাস সিলভেস্ত্রে ও পেদ্রো সোতেরো এবং ফিজিক্যাল ট্রেইনার সেলসে রেসেনদেকেও।

 

সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দরিভালকে ছাঁটাইয়ের বিষয়ে এদনালদো বলেন, ‘ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানাচ্ছে, দরিভাল জুনিয়র আর ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকছেন না। বোর্ড তার প্রতি কৃতজ্ঞ এবং তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামানা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ নতুন কোচ খোঁজার কাজ করবে।’

 

কাতার বিশ্বকাপের পর তিতে বিদায় নিলে শুরুতে র‌্যামন মেনেজেস ও পরে ফেরনান্দো দিনিজ ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর স্থায়ী ভিত্তিতে দরিভালকে নিয়োগ দিলেও তিনি বেশিদিন স্থায়ী হতে পারেননি। তার সঙ্গে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি করা হয়েছিল।

ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবোর দাবি, পরবর্তী কোচ হিসেবে ব্রাজিলের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তবে নতুন কোচ হিসেবে আনচেলত্তিকে নিতে চাইলেও এখনই তাকে পাচ্ছে না তারা। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে তার। তার আগে এ ইতালিয়ান কোচকে কীভাবে নিজেদের ডেরায় আনতে পারে সেটাই দেখার পালা।

 

গ্লোবো অবশ্য তাদের প্রতিবেদনে জানিয়েছে, আনচেলত্তিকে না পেলে আরও একাধিক কোচের দিকে নজর আছে ব্রাজিলের। তবে দৌড়ে এগিয়ে আছেন পর্তুগিজ কোচ জোর্জে জেসুস। তিনি বর্তমানে আছেন সৌদি ক্লাব আল-হিলালে। কিন্তু, তাকে যদি নিয়োগ দেয়া হয় তাহলে নেইমারের দলে ফেরা কঠিন হয়ে উঠতে পারে। হিলালে থাকাকালীন কোচের সুনজরে ছিলেন না নেইমার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর