রাহুল গান্ধী বললেন, আমি আর কংগ্রেস সভাপতি নই। দলকে অবশ্যই শিগগিরই একজন নতুন সভাপতি বেছে নিতে হবে। আমি এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছি। ভারতের ঐতিহ্যবাহী দল কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে তিনি এ মন্তব্য করেছেন। এতে শীর্ষ নেতারা তাকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেয়ার জন্য নানাভাবে চেষ্টা করেন, অনুরোধ জানান। কিন্তু কিছুতেই রাহুল গান্ধীর মন গলেনি।
রাহুল গান্ধী ওই বৈঠকে বলেছেন, আর বিলম্ব না করে দ্রুততার সঙ্গে দলের নতুন প্রেসিডেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত। এ প্রক্রিয়ার মধ্যে তিনি কোথাও নেই। এ জন্য দলের ওয়ার্কিং কমিটির উচিত যত তাড়াতাড়ি সম্ভব বৈঠক আহ্বান করে সিদ্ধান্ত নেয়া।
Leave a Reply