শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

আমাদের ডিভোর্স হচ্ছে, ভিডিও পোস্ট করে যা বললেন রাজা-মধুবনী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ১৮ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):   টালিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি অভিনেতা রাজা অভিনেত্রী মধুবনী। একটি ছোট্ট ছেলেও রয়েছে তাদের সংসার জীবনে। কিন্তু এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে রাজা লিখেছেনআমাদের ডিভোর্স হচ্ছে। চলতি বছরে ঘর ভেঙে বহু জনপ্রিয় তারকা জুটির। রাজামধুবনীকেও কি সেই তালিকায় ফেলছেন? একদমই এই ভুল করবেন না, তাহলে কিন্তু খুব ঠকতে হবে। আসুন আপনাদের খুলে বলি আসল ব্যাপার কী।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, টালিউডের অন্যতম চর্চিত জুটি রাজা গোস্বামী মধুবনী গোস্বামী। সোশ্যাল মিডিয়াতে তাদের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তাদের জনপ্রিয়তার কথা মাথায় রেখে তারা লাইফস্টাইল ভ্লগও বানাতে শুরু করেন। সেখানে যেমন তাদের দৈনিক জীবনের নানা খুঁটিনাটি দর্শকদের সঙ্গে শেয়ার করে নেন তারা। তেমনই মজার মজার সব ভিডিও বানিয়ে অনুরাগীদের মুখে হাসি ফোটান তারকা দম্পতি। 

মঙ্গলবার ইনস্টাগ্রামে সে রকমই একটি মজার ভিডিও পোস্ট করেন রাজা। ভিডিওটি পোস্ট করে মজার ছলেই ক্যাপশনে লেখেন— ‘আমাদের ডিভোর্স হচ্ছে

ভিডিওতে শুরুতেই দেখা যায় মধুবনী রাজাকে বলছেনআমরা হাসবেন্ডওয়াইফ গেম খেলব। তার কথাই রাজা সম্মতি জানাতেই, মধুবনী তাকে ভালো করে খেলার নিয়ম বুঝিয়ে দেন। অভিনেত্রী বলেন, রাজাকে তিনটি প্রশ্ন করব, আর রাজাও একইভাবে তাকে তিনটি প্রশ্ন করবে। এরপরই একের পর এক প্রশ্ন করতে শুরু করেন মধুবনী।

অভিনেত্রী প্রথম প্রশ্ন হিসেবে স্বামীকে জিজ্ঞাসা করেন, একটা ঘরে প্রচুর মেয়ে রয়েছে, আর তাদের সঙ্গে রয়েছি আমিও। তুমি সবার মধ্যে কাকে বেছে নেবে?’ এত সহজ প্রশ্ন শুনেই রাজা উত্তর দেন— ‘অবশ্যই তোমাকে কিন্তু তার এই উত্তর শুনে বেজায় রেগে যান নায়িকা। তিনি বলেন, ‘প্রশ্ন সেটি ছিলই না। প্রশ্ন হচ্ছেযখন তুমি জেনে গেছ যে ওই ঘরে প্রচুর মেয়ে রয়েছে, তাহলে তুমি সেই ঘরে ঢুকলে কেন? বউয়ের কথা শুনেই চমকে যান রাজা।

মধুবনী বেশ রেগে গিয়ে বলেন, পারলে না তো! তারপর পরবর্তী প্রশ্নে চলে যান তিনি। এবার অভিনেত্রী স্বামীকে জিজ্ঞাসা করেন, ‘তোমার বাড়ির দরজায় একজন প্রচণ্ড সুন্দরী মেয়ে এসে কলিং বেল বাজাচ্ছে। এই কথা শুনে বেশ উৎসাহ ধরা পড়ে রাজার চোখে মুখে। তারপর বেশ গম্ভীর গলায় মধুবনী জানতে চান অবস্থায় রাজা দরজা খুলবেন কিনা

প্রশ্নে শুনে নিজেকে সামলে নিয়ে আগের বারের ভুল শুধরে রাজা জবাব দেন, দরজা খুলব না। কিন্তু রাজার উত্তরে বেশ বিরক্ত হয়ে অভিনেত্রী বলেন, আরে সেই সুন্দরী মেয়েটা আমি।স্ত্রীর কথা শুনে চক্ষুছানাবড়া হয়ে যায় রাজার। তবে এখানেই শেষ নয়। মধুবনী আরও বলেন, ‘মানে তোমার বাড়ির দরজায় আমি ছাড়া আর কোন সুন্দরী মেয়ে আসবে? তুমি এসব ভাবো? নাকি আসে কোনো সুন্দরী মেয়ে?’ তখন বেশ ঘাবড়ে গিয়ে রাজানা, নাবলতে থাকেন।

বেশ চটে গিয়ে মধুবনী বলেন, এটাও পারলে না। এবার লাস্ট প্রশ্ন। এবার কিন্তু পারতেই হবে। অভিনেত্রী তার বরের থেকে জানতে চানতোমার একটা পছন্দের জিনিস রাখা আছে, আর তার পাশে আমিও আছি। কোনটা বেছে নেবে তুমি? দ্বিধা ভরে, মনে একরাশ সংশয় নিয়ে রাজা উত্তর দেন— ‘অবশ্যই তোমাকে আর ব্যাস তাতেই একেবারে ক্ষেপে লাল হয়ে যান মধুবনী। তিনি বলেন, ‘ওহ তার মানে আমি তোমার সবচেয়ে বেশি পছন্দের নই? তারপর তার কোনো এক বন্ধুপূজা নাম উল্লেখ্য করে অভিনেত্রী বলেন, ‘তার মানে পূজা ঠিকই বলেছিলতুমি আমার সঙ্গে চিট করছ। ডিভোর্স, ডিভোর্স, ডিভোর্স।এই বলে নায়িকা উঠে চলে যান। আর সঙ্গে সঙ্গে ব্যাকগাউন্ডে বেজে ওঠেওগো বধূ সুন্দরী‘ –এর বিখ্যাত গাননারী চরিত্র বেজায় জটিল…’

কেবল মাত্র বিনোদনের কথা মাথায় রেখেই এই ভিডিও। আসলে দর্শকদের আনন্দ দিতেই রসিকতায় ভরা এই মজার ভিডিও বানিয়েছেন তারা। তাদের মধ্যে কোনো সমস্যাই সৃষ্টি হয়নি, যাতে করে তারা সত্যি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন না। তাদের এই মজার ভিডিও দেখে অনুরাগীরাও যথেষ্ট মজা পেয়েছেন। নানা মন্তব্যও করেছেন। 

একজন নেটিজেন লিখেছেনহাসতে হাসতে শেষ। অন্য এক নেটিজেন মজা করে লিখেছেনরাজা দার নিশ্চয়ই মাথা ঘুরছে। তাদের সবচেয়ে জনপ্রিয় মেগা ভালোবাসা ডটকমের স্মৃতিচারণ করে এক ভক্ত লিখেছেনদারুণ হয়েছেওমতোড়া তোমাদের অভিনয় খুব সুন্দর। যদিও এখন তোমাদের রাজা আর মধুমিতা নামেই সবাই চেনে। আমি তোমাদের প্রথম ওই নামে চিনতাম। খুব ভালো থেকো।

প্রসঙ্গত, রাজমধুবনী একসঙ্গে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন। ১১ বছর প্রেম করার পর ২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়েন তারা। এরপর ২০২১ সালে তাদের জীবনে আসে প্রথম সন্তান কেশব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর