বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার চাই : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৮ সময় দেখুন

মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ০২ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (০২ এপ্রিল) সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার৷ নির্বাচন অবাধ, সুষ্ঠু করার জন্য ন্যূনতম যে সংস্কার তা করতে হবে৷ ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথা বলে এসেছি আমরা৷ নির্বাচন ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কার করেই আমরা নির্বাচনের কথা বলে আসছি।

 

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চায়, এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা। বিষয়টিকে ভুলভাবে ব্যাখা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

 

দেশের রাজনৈতিক দলগুলোর বিষয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, দেশে সংঘাতের কোনো প্রশ্নই আসে না বরং গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন ভিন্ন দল-মত থাকা৷ জনগণ যাদের ভোট দেবে তারা পার্লামেন্ট গঠন করবে।

 

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রই হলো শ্রেষ্ঠ ব্যবস্থা সুশাসনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য৷ তা না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে।

 

এ সময় জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামু, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ বিএনপি-অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর