শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

আবারও বিপদে বার্সা : বিষয় ওলমোর বিতর্কিত নিবন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০৩ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাউ ভিক্টর ও দানি ওলমোর নিবন্ধন নিয়ে লা লিগা ও বার্সেলোনার দ্বন্দ্বের অবসান ঘটেছিল বলেই মনে হয়। তবে আবারও এই নিবন্ধন বিতর্ক নতুন মোড় নিয়েছে। আর্থিক বিধি ভঙ্গের অভিযোগে বার্সেলোনার দানি ওলমো ও পাউ ভিক্টরের নিবন্ধন বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে। লা লিগার মতে, বার্সেলোনা কখনোই এই দুই খেলোয়াড়কে নিবন্ধনের মতো আর্থিক সক্ষমতা রাখেনি।

 

লা লিগার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৩১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩ জানুয়ারি পর্যন্ত কোনো সময়েই বার্সেলোনার দানি ওলমো ও পাউ ভিক্টরকে নিবন্ধন করার মতো আর্থিক সামর্থ্য ছিল না।

 

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বার্সেলোনার ভিআইপি সিট বিক্রির মাধ্যমে অর্জিত ১০০ মিলিয়ন ইউরোর লেনদেন। জানুয়ারিতে স্পেনের স্পোর্টস মন্ত্রণালয় (সিএসডি) বার্সার অস্থায়ী নিবন্ধন মঞ্জুর করলেও লা লিগা সেই সিদ্ধান্তের বিরোধিতা করে।

 

লা লিগার বক্তব্য অনুযায়ী, বার্সা যে নিরীক্ষক ব্যবহার করে ভিআইপি আসন বিক্রি থেকে আয় নিশ্চিত করেছিল, সেই নিরীক্ষককে এখন তদন্তের মুখে পড়তে হতে পারে।

 

লা লিগার মতে, এই ভিআইপি আসন বিক্রি থেকে অর্জিত আয় ক্লাবের গত সপ্তাহে জমা দেওয়া আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রতিবেদনে নতুন নিরীক্ষকের মাধ্যমে আর্থিক পরিস্থিতি যাচাই করা হয়েছিল।

 

এই অনিয়মের কারণে বার্সেলোনার ব্যয় সীমা কমানো হয়েছে এবং বিষয়টি স্পেনের ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অফ অ্যাকাউন্টস (আইসিএসি) -এ রিপোর্ট করা হয়েছে।

 

বার্সেলোনার একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে যে ক্লাবটি লা লিগার বিবৃতির প্রতিক্রিয়া জানাতে আগ্রহী নয়। তবে সিএসডি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আগামী ৭ এপ্রিলের মধ্যে।

 

এই অবস্থায় বার্সেলোনা সমালোচনার মুখে পড়েছে, বিশেষ করে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস এবং অ্যাথলেটিক ক্লাবের প্রধান জন উরিয়ার্তে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

 

দানি ওলমো, যিনি গত গ্রীষ্মে আরবি লেইপজিগ থেকে প্রায় ৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দেন, ইতোমধ্যেই ১৩টি ম্যাচ খেলেছেন এবং দুটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন। তবে বর্তমানে অ্যাডাক্টর ইনজুরির কারণে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন।

 

অপরদিকে, তরুণ স্ট্রাইকার পাউ ভিক্টর এই সময়ে মাত্র পাঁচটি ম্যাচে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ পেয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর