রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

আবরার হত্যা মামলার রায়ে আমরা সন্তুষ্ট, রায় দ্রুত কার্যকর চাই : আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৯ সময় দেখুন

ঢাকা, ১৬ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে পরিবার। তবে রায় দ্রুত কার্যকর চান তারা। আজ রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আবরার হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের আপিল খারিজ করে এ রায় দেওয়া হয়।

 

রায়ের পর আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ গণমাধ্যমকে জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট। তবে এখন প্রত্যাশা রায় যাতে দ্রুত কার্যকর হয়।

 

আবরারের ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, হাইকোর্ট থেকে যে এত দ্রুত রায় আসতে পারে সেটা আসলে আমরা এক বছর আগেও চিন্তা করতে পারিনি। ৫ আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতির কারণে হয়ত এটি হয়েছে। তবে এখনো অনেক কার্যক্রম বাকি আছে। সেগুলো যেন দ্রুত সম্পন্ন হয় সেটাই আমাদের চাওয়া।”

 

তিনি বলেন, “এটি দ্রুত বাস্তবায়ন হলেই পরবর্তী সময়ে আমরা একটি দৃষ্টান্ত রাখতে পারব যেন এমন ঘটনা আর না ঘটে। আবরার ফাহাদের যে পরিণতি হয়েছে আর কারও যেনও এমন না হয়।”

 

এদিকে আসামিপক্ষের আইনজীবীরা রায়ে সংক্ষুব্ধ হয়ে বলেন, তারা ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

 

এদিন আদালতে রায় ঘোষণার সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ, আসামিপক্ষে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী, আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন। আদালত কক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর