রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

আগামী সেপ্টেম্বরে করোনার প্রতিষেধক মিলবে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ২০১ সময় দেখুন

হেলথ ডেস্ক, ১১ এপ্রিল ২০২০ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রতিদিন পৃথিবীর ভোর হচ্ছে মৃত্যুর খবর নিয়ে। করোনা আজ বিশ্ব মহামারি। উন্নত বিশ্বের দেশগুলো রীতিমতো হিমশিম খাচ্ছে করোনা ঠেকাতে। মরদেহ বইতে বইতে তারা আজ ক্লান্ত। এত মন খারাপ করা সংবাদের মধ্যেও আশা দেখাচ্ছেন চিকিৎসা গবেষকরা। কোভিড-১৯ ভাইরাস ঠেকাতে তারা ব্যস্ত প্রতিষেধক তৈরিতে। এই চেষ্টায় আলো দেখছেন তারা।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক সারাহ গিলবার্ট ও তার দল আশা করছে করোনার প্রতিষেধক তৈরিতে অনেকটাই সফলতা দেখছেন তারা। আগামী সেপ্টেম্বরে এই প্রতিষেধকের কার্যকর প্রয়োগ করা সম্ভব হবে। যা ৮০ ভাগ সফল হবে বলে আশা করেন তারা।

মেইল অনলাইনের এক খবর সূত্রে জানা যায়, ব্রিটেনের এই গবেষক দলের প্রধান অধ্যাপক গিলবার্ট গেল মাসে বলেছিলেন, কোভিড-১৯ এর টিকা ২০২০ সালের শেষ নাগাদ প্রস্তুত হবে না। এখন তিনি আশাবাদী যে, আগামী দুই সপ্তাহের ভেতর টিকা মানুষের ওপর পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। তারপর সেপ্টেম্বর নাগাদ তা কার্যত প্রয়োগ করা সম্ভব হবে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো টিকা তৈরির গবেষনায় যারা এগিয়ে যাবে তাদের টিকা উৎপাদনে সরকার অর্থায়ন করবে।

বলা হয়েছিলো টিকা বাজারে আনার জন্য উৎপাদন করা পর্যন্ত অন্তত ১৮ মাস সময়ে লেগে যেতে পারে। অধ্যাপক গিলবার্ট এখন বলছেন, ‘সবকিছু ঠিকঠাক মতো কাজ করলে আগামী সেপ্টেম্বর নাগাদই কার্যকর টিকা আনা যাবে।’ তিনি বলেন, ‘আমরা এ মূহুর্তে যে টিকা নিয়ে কাজ করছি সেটি কার্যকর হবে এর সম্ভাবনা অনেক বেশি। আমি ৮০ শতাংশ আশাবাদী যে টিকাটি সফল হবে।’

অধ্যাপক গিলবার্টের দল ইতিমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে কথাও বলা শুরু করেছে, যাতে সময়ক্ষেপণ না করেই দ্রুত টিকা বাজারে আনা যায় সেই চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর