মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

আখো কি গুস্তাখিয়ান ছবির শুটিং শেষ করলেন শানায়া কাপুর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭৪ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ১০ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন সঞ্জয় কাপুর ও মাহীব কাপুরের কন্যা শানায়া কাপুর। একাধিক সিনেমার কাজে বিলম্ব হওয়ার পর অবশেষে বলিউডের পাশাপাশি তেলেগু সিনে-ইন্ডাস্ট্রিতেও অভিনয় ক্যারিয়ার শুরু করতে চলেছেন এই সুন্দরী।

 

সম্প্রতি শানায়া আজারবাইজানে ‘আঁখোন কি গুস্তাখিয়া’ সিনেমার শুটিং সেট থেকে কিছু বিহাইন্ড-দ্য-সিনের ছবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যা দেখে বেশ পজিটিভ সমালোচনা করছেন নেটিজেনরা।

 

তার শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, শানায়া হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন এবং হাতে সিনেমার ক্ল্যাপবোর্ড ধরে আছেন, যেখানে ছবির শিরোনাম ‘আখো কি গুস্তাখিয়ান’ লেখা রয়েছে। তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন, কৃতজ্ঞ। সম্প্রতি তিনি এই ছবির বাকু শিডিউলের শুটিং শেষ করেছেন।

 

অভিনয়ের আগে শানায়া ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন, যেখানে জাহ্নবী কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

 

বলিউডের পাশাপাশি ‘বৃষভা’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমাতেও আত্মপ্রকাশ করতে চলেছেন। নির্মাতা নন্দ কিশোর পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেতা মোহনলাল। ছবিটিতে সালমা আঘার কন্যা জাহরা এস খান এবং রোশান মিকাও অভিনয় করবেন। যদিও এটি একটি দ্বিভাষিক সিনেমা, তবে ‘বৃষভ’ তামিল, কন্নড় এবং হিন্দিতেও মুক্তি পাবে। সিনেমাটি চলতি বছরের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

এদিকে জানা যায়, করণ জোহরের ‘বেধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল শানায়ার। যেখানে তিনি নিমৃত চরিত্রে অভিনয় করার জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে গত বছর থেকে ছবিটির শুটিং সম্পর্কে আর কোনো আপডেট পাওয়া যায়নি, এমনকি এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেননি করণ। তাই ‘আখো কি গুস্তাখিয়ান’ সিনেমাটি হতে যাচ্ছে বলিউডের তার প্রথম সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর