সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

আইপিএলের উদ্বোধনী ম্যাচ বৃষ্টির কারণে শঙ্কায় আছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ২৩ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ক্রিকেটবিশ্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে মাতামাতি থাকে সবচেয়ে বেশি। ক্রিকেট দুনিয়াই পাল্টে দিয়েছে আইপিএল। এবার আরও একবার আইপিএল নিয়ে মেতে উঠবেন ক্রিকেটপ্রেমীরা।

 

আজ শনিবার (২২ মার্চ) পর্দা উঠছে আইপিএল ২০২৫ আসরের। ১৮তম আসরের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

 

নতুন এই আসর নিয়ে ভারতীয় ক্রীড়ামোদীরা বেশ রোমাঞ্চিত হলেও, সেই আমেজের শুরুতেই জল ঢালতে পারে বৃষ্টি। কলকাতার ইডেন গার্ডেন্সে জমকালো আয়োজনে আসর শুরুর কথা রয়েছে। তবে এদিন শহরজুড়ে চোখ রাঙাচ্ছে প্রতিকূল আবহাওয়া।

 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কলকাতার এই মুহূর্তের আবহাওয়া আইপিএল শুরুর জন্য আদর্শ নয়। গতকাল দুই দলের অনুশীলনেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। যার কারণে নির্ধারিত সময়ের আগেই ক্রিকেটারদের প্রস্তুতি থামিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। একই দশা হতে পারে আজও। এখনকার আবহাওয়াও কোনো ইতিবাচক বার্তা দিচ্ছে না। বৃষ্টি থামলেও আকাশে রয়েছে কালো মেঘের ঘনঘটা।

 

কলকাতার আঞ্চলিক মেটেওরোলোজিক্যাল সেন্টারের পূর্বাভাসে জানা গেছে, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সে কারণে ইডেন গার্ডেন্সের মাঠ কাভারে ঢেকে রাখা হয়েছে। ‘আকুওয়েদার’–এর তথ্যমতে, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঝোড়ো বৃষ্টি হতে পারে।

 

ক্রিকেটভক্তদের জন্য ভালো খবর দেয়নি ভারতের মেটেওরোলোজিক্যাল ডিপার্টমেন্টও (আইএমডি)। তারা পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়াকে ‘ওরেঞ্জ এলার্ট’ হিসেবে চিহ্নিত করেছে। যা নেতিবাচকভাবে দ্বিতীয় সর্বোচ্চ (বিরূপ) আবহাওয়ার পূর্বাভাস। কলকাতার আবহাওয়া অফিসও আজ সারাদিনই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রপাতও। দিনে সর্বোচ্চ ২৯ এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

 

কলকাতা-বেঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচ শুরুর কথা রয়েছে রাত ৮টায়, তার আগে সাড়ে ৭টায় হবে টস। এই ম্যাচ দিয়ে দুই দলের অধিনায়কেরই নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। অজিঙ্কা রাহানে প্রথমবার কলকাতাক এবং রজত পাতিদার এবারই প্রথম বেঙ্গালুরু অধিনায়কের আর্মব্যান্ড পরবেন।

 

বল মাঠে গড়ানোর আগে রয়েছে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি ও করণ আউজলা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন খোদ কেকেআর মালিক শাহরুখ খান। যা আয়োজনের অন্যতম আকর্ষণ। এর আগেও তিনি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন।

 

অনুষ্ঠানের জন্য সময় বেশি পাওয়া যাবে না। আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিটের মধ্যে পুরো অনুষ্ঠান শেষ করতে হবে। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টায় অনুষ্ঠান শুরু হবে। সাতটায় টস। সাড়ে সাতটায় বল গড়াবে মাঠে। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে কেকেআর-আরসিবি লড়াই।

 

গতকাল বিকালে কলকাতায় পা রেখেছেন শ্রেয়া, দিশারা। রাতেই উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া দেওয়ার কথা ছিল তাদের। সহকারী শিল্পী, নৃত্যশিল্পী মিলিয়ে প্রায় ২০০ জনের বহর প্রস্তুত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। আয়োজনে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষস্থানীয় কর্তারা। বোর্ডের অধীনস্থ সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিরাও আসবেন। এ ছাড়া সাবেক ক্রিকেটারদের উপস্থিতিও দেখা যাবে। মুম্বাই ও আমেদাবাদে কোল্ড প্লে ইভেন্টে দর্শকরা হাতে ‘জাইলো ব্যান্ড’ ব্যবহার করেন। এবারও তেমনটি দেখা যেতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর