শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

অভিনয় ছেড়ে হাজার কোটি টাকার মালিক গিরিশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ২০ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঘটনা ২০১০ সালের। বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রির তারকারা নিজেদের জায়গা তৈরি করেন। তাদের মধ্যে আছেন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, অভিনেত্রী পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন ও সিদ্ধার্থ মালহোত্রার মতো তরুণ অভিনেতারা। কিন্তু তাদের মধ্যেই এক অভিনেতা ছিলেন গিরিশ কুমার, যিনি অভিনয় ছেড়ে ব্যবসার জগতে প্রবেশ করেন।

 

২০১৩ সালে টিপস ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা কুমার এস তৌরানির ছেলে গিরিশ কুমার প্রভু দেবার ছবি ‘রামাইয়া বাস্তাভাইয়া’ দিয়ে বলিউডে পা রাখেন। ছবিটি জনপ্রিয় হলেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এরপর ২০১৬ সালে তার দ্বিতীয় ছবি ‘লাভশুদ্ধা’ মুক্তি পায়, যা বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়ে। এর পরই অভিনয় ছেড়ে দেন গিরিশ।

অভিনয় ছাড়ার পর তিনি পরিবারের ব্যবসা সামলাতে শুরু করেন। বর্তমানে তিনি টিপস ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার। এ কোম্পানির বাজারমূল্য এখন প্রায় ১০ হাজার ৫১৭ কোটি রুপি। বলাই যায়,  গিরিশ বড় বড় তারকাদের থেকেও অনেক বেশি টাকার সম্পত্তির মালিক।

টিপস ইন্ডাস্ট্রিজের অংশীদার হওয়ার ফলে গিরিশ প্রচুর টাকার মালিক হয়ে যান। তার মোট সম্পদ প্রায় দুই হাজার ১৬৪ কোটি রুপি, যা অনেক বলিউড তারকার থেকেও বেশি। এমনকি তিনি অভিনেতা আমির খান, রণবীর সিং, বরুণ ধাওয়ানের মতো তারকাদেরও পেছনে ফেলেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর