জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৮ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সোমবার রাতে উপজেলার লৌহজং নদীর বহুরিয়া ও ওয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর এলাকায় কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাতের আঁধারে একটি চক্র লৌহজং নদীর বহুরিয়া এলাকায় ও ওয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর এলাকার কৃষি জমি থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কেটে ডাম্প ট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় নদীতীর থেকে অবৈধভাবে মাটি কাটার সময় বহুরিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে রুবেল আলী ও খৈলসিন্দুর গ্রাম থেকে ওয়ার্শী ইউনিয়নের কাউয়ালীপাড়ার মতিউর রহমানের ছেলে নাঈম হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবেলকে ২ লাখ ও নাঈমের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জরিমানার বিষয়ে নিশ্চিত করেন ইউএনও এ বি এম আরিফুল ইসলাম ঢাকা টিভিকে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply