শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

অবশেষে বিয়ের পিঁড়িতে শেহেরিয়ার-মাহিন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ১৮ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  বিয়ে করছেন পাকিস্তানে জনপ্রিয় অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার ও অভিনেত্রী মাহিন সিদ্দিকী।  জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে দুজনের বিয়ে-পূর্ব আনুষ্ঠানিকতা ‘ধোলকি’ শুরু হয়েছে। এতে গাঢ় বাদামি রঙের কুর্তার সঙ্গে মিলিয়ে শাল জড়িয়েছেন শেহেরিয়ার। কনে মাহিনকে হলুদ রঙের জামা ও পালাজ্জোর সঙ্গে ওড়নায় দেখা গেছে।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা ও প্রযোজক হিসেবেও পরিচিত শেহেরিয়ার। মাহিন সিদ্দিকী ‘দোবারা’সহ বেশ কয়েকটি ড্রামা সিরিজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

গতকাল ‘ধোলকি’ আয়োজন করেছেন নির্মাতা ও প্রযোজক অসিম রেজা। এতে তারকা অভিনেত্রী মাহিরা খান, নির্মাতা ও প্রযোজক মমাল শেখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিন সন্ধ্যায় আলী হামজা ও জিমি খানের পরিবেশনা আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করেছে। দুই তারকার বিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর