শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

অবশেষে এরশাদের মৃত্যুতে বিএনপির শোক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ৫২৬ সময় দেখুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি কট্টর সমালোচক বিএনপি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছে। তবে শোক বাণীতে সচরাচর যেসব বক্তব্য থাকে, তার কিছু নেই। প্রশংসাবাণী এড়িয়ে কেবল সাবেক রাষ্ট্রপতির আত্মার শান্তি এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে লাইফ সাপোর্টে থাকা এরশাদ রবিবার সকালে মারা যান। বেলা দুইটার দিকে দলীয় প্যাডে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ সাক্ষরিত বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক প্রকাশের কথা জানানো হয়।

এরশাদ সেনাপ্রধান থাকাকালে বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন এরশাদ। আর নয়টি বছর এরশাদবিরোধী আন্দোলনে ছিল দলটি। ১৯৯৯ সালে এরশাদের সঙ্গে জোট করলেও সম্পর্ক আর বেশিদূর আগায়নি। ২০০৬ সালে আবার জোটের চেষ্টা করে বিএনপি। তবে সেটি ব্যর্থ হওয়ার পর আর সম্পর্ক আগায়নি। পরস্পরের তীব্র সমালোচনা দুই পক্ষ করে আসছে এরপর থেকে।

এরশাদের মৃত্যুর পর বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে বলেন, এ বিষয়ে মন্তব্য করার মতো সময় নেই তাদের। কিছুক্ষণ পর বিএনপির পক্ষ থেকে আসা বিবৃতিতে বলা হয়, ‘সাবেক সেনাপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর