ঢাকা, ১৪ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত নতুন করে ভ্যাট আরোপের প্রতিবাদে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসেও গুণগত কোনো পরিবর্তন দেখা যায়নি।
তিনি বলেন, ‘আবার নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দাম বেড়েই চলছে। আপনি (ড. ইউনুস) কেন জিনিসের দাম কমাতে পারছেন না? আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না? সেটা আমরা জানতে চাই, জানাতে হবে।’
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মান্না বলেন, ‘বৈষম্যহীন দেশ হবার মতো একটা পদক্ষেপ কি গ্রহণ করেছেন? কোনো একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে? আমরা রাজনৈতিক দল করি, আমরা জানি, ৫০ বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, সে বৈষম্য একদিনে দূর করা যাবে না।’
‘আমরা তো আপনাকে জিজ্ঞেস করতেই পারি, কোন যুক্তিতে টিসিবির ট্রাকের পণ্য বন্ধ হলো? এক কোটি পরিবারকে যদি কার্ড দিয়ে থাকেন, তাহলে ৪৪ লাখ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? গরিব পরিবারের যে কার্ডগুলো বন্ধ করে দিয়েছেন, এটা করার কোনো দরকার ছিল না। ভ্যাট-ট্যাক্স, টিসিবির কার্ডে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা, যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে।’
মান্না বলেন, ‘একটা পত্রিকা লিখেছে, এবার শিশু খাদ্যে পর্যন্ত রেহাই দিলো না। শিশুদের খাদ্য ভ্যাট-ট্যাক্স বসেছে। এভাবে ইচ্ছে মতো ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে দেওয়া যায় না। জিনিসপত্রের দাম কমানোর ব্যাপারে এই সরকারের কোনো উদ্যোগ আমরা দেখিনি। পাঁচ মাসে এসরকারের কোনো সাফল্য নেই। ড. ইউনুসকে খুবই সম্মান করি। কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে।’
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপা সহসভাপতি রাশেদ প্রধানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply