রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:১১ অপরাহ্ন

অঙ্কুশ-ঐন্দ্রিলার এবার সত্যিই বিয়ে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ সময় দেখুন

বিনোদন ডেস্ক,৩১ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): টানা ১৩ বছরের বেশি সময়। একে অন্যকে ছেড়ে যাননি কখনো। বলছি টলিউড নায়ক অঙ্কুশ হাজরা আর অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তাঁদের বন্ধুত্ব, প্রেমের কথা জানে না এমন কেউই যেন নেই। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পর্দা কিংবা অনুষ্ঠানে দুজন দুজনের সঙ্গী। সবার মনেই প্রশ্ন ছিল, কবে সাতপাক ঘুরবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাঁদের কোনো দিক থেকেই বাধা নেই। দুই পরিবারের সম্মতিও আছে, সেটা অনেক আগে থেকেই জানা। আজ সারা দিন টলিউডে তোলপাড় চলছে—এই জুটির একটি ভিডিও দেখে। ভিডিও পোস্ট করেছেন ঐন্দ্রিলা নিজেই।

 

তারকা যুগলের সেই ভিডিও থেকেই প্রথমে খবরটি ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে ঐন্দ্রিলা লিখেছেন, তাঁরা নতুন বছরে নতুন জীবন শুরু করতে চলেছেন। বিয়ের প্রাথমিক পর্ব কেনাকাটাও শুরু হয়ে গেছে। বড়দিন আর নতুন বছরের উৎসবের আবহে বিয়ের ঘোষণা অঙ্কুশ-ঐন্দ্রিলার। ভিডিওতে দেখা গেছে, শপিং করতে গেছেন এই জুটি। মনে হচ্ছে বিয়ের পোশাকের দায়িত্ব পড়তে যাচ্ছে পোশাকশিল্পী অভিষেক রায়ের কাঁধে। তাঁর পোশাক সম্ভার থেকে ঐন্দ্রিলাকে নীল বেনারসি, সোনালি জরিতে বোনা শাড়ি, বিয়ের গয়না বেছে নিতে দেখা গেছে। বিয়ের দিন নায়ককে হয়তো দেখা যেতে পারে সনাতনী ধুতি-পাঞ্জাবিতে। প্রীতিভোজের দিন হয়তো পরতে পারেন কালো শেরোয়ানি। ভিডিওর ক্যাপশনে দুজনে লিখেছেন, ‘নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পথ। সব থেকে লম্বা পথ।’

 

বিয়ের কেনাকাটার ভিডিও থাকলেও কবে শুভদিন, সেটি এখনো জানাননি অঙ্কুশ কিংবা ঐন্দ্রিলা কেউই। তবে ভিডিওতে ঐন্দ্রিলাকে বলতে শোনা গেছে, ‘আমাদের দুজনের একসঙ্গে পথ হাঁটা শুরু প্রায় ১৩ বছর আগে। খুনসুটি, হাসি, মজা আর নিজেদের কাজ নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে আমাদের। আজকাল সবার একটাই কথা, বিয়ের সাজে কবে দেখতে পাব তোমাদের?’ যদিও সত্যি সত্যি অঙ্কুশ-ঐন্দ্রিলা বিয়ে করছেন নাকি এটি কোনো সিনেমার প্রচার বা টেলিভিশন বিজ্ঞাপন, সেটি এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউই কিছু বলেননি এখনো। সে কারণে রহস্য কিছুটা থেকেই যায়।

 

টলিউডের অন্যতম সফল জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম বহুদিনের। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আসেন ঐন্দ্রিলা। অঙ্কুশ নায়ক হিসেবেই শুরু করেন অভিনয়জীবন। দীর্ঘদিন সম্পর্কে থেকেও অনেক পরে একসঙ্গে কাজ করেছিলেন ‘ম্যাজিক’ ছবিতে। একসময় সিরিয়ালের পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন ঐন্দ্রিলা। সেই সময় তিনি ছিলেন বাবলি অভিনেত্রী। ওজন কমিয়ে নতুন অবতারে বড় পর্দায় কাজ শুরু করেন ঐন্দ্রিলা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর